কবিতাঃ ভু‌লে গি‌য়ে সব জীবন-মৃত্যুর হি‌সেব

  • প্রকাশিতঃ
  • ২৭ এপ্রিল, ২০২২ ১০:৪২ পূর্বাহ্ণ

কবি হারুন অর র‌শিদের নতুন কবিতা ভু‌লে গি‌য়ে সব জীবন-মৃত্যুর হি‌সেব। কবিতাটি বিডিনিউজ ট্র্যাকারে প্রথম প্রকাশ করা হয়। কবিতাটি জীবন-মৃত্যুর হিসেব নিকেশের নানাদিক ফুটে উঠেছে।

ভু‌লে গি‌য়ে সব জীবন-মৃত্যুর হি‌সেব
হারুন অর র‌শিদ

                       হয়‌তো আ‌জিকার এই মৃত্যুপু‌রি‌তে
বিধাতার আ‌শির্বাদ আস‌তে আ‌রও কিছু‌দিন দে‌রি হ‌বে।
হয়তো ছি‌পি আটা গ‌লিপথ তালাপরা মু‌খোশ সহসাই ছো‌ড়ে ফে‌লে
বুক ভ‌রে নিঃশ্বাস নি‌তে পার‌বে না।
হয়‌তো আমার খেয়লী জীবনা‌তিপা‌তে
গত মাসা‌ধিক কালের অব‌রোধ আ‌রো দীর্ঘ হ‌বে।

ত‌বে তাই হোক- সব‌কিছু ভেঙে যাক, থে‌মে যাক,
সব‌কিছু লু‌কি‌য়ে পড়ুক
প্রস্তরকালের কোন আ‌দিম গুহার অন্ধকারে।
এমন হোক যেন-এ ধরায় জীবন ছিল না কখ‌নো,
মৃত্যুর মিছিল এতটাই দীর্ঘ হোক,
মৃত্যুগু‌লো এ‌তোটাই আতঙ্ক জাগাক,
যেন মৃত্যুই মৃত্যু‌কে ভয় পায়।
প‌ড়ে থাকুক শুধু ভয়ার্ত মুখ।

ছ‌ড়ি‌য়ে থাকুক ছিন্নমূল মানুষ, শত‌ছিন্ন হ‌য়ে।
সভ্যতা থে‌মে যাক অথবা ফি‌রে যাক আ‌দিম সম‌য়ে।
এভা‌বে সব‌কিছু শেষ হ‌লে প‌রে তু‌মি এ‌সো,
হা‌তে নি‌য়ে তোমার জাদুকা‌ঠি বাঁ‌শি।‌
তোমার ঠো‌টের কো‌ণে সে‌দিন তো‌লো জীবনের সুর।
তু‌মি আসার প‌রের ভো‌রেই তু‌মি আর আমি
নরম দুর্বাঘা‌সে পা ভেজাব শি‌শি‌রে।
তারপর হে‌টে যা‌বো

আ‌জিকার মৃত্যুপু‌রির প্রতি‌টি গ‌লিপথ ধ‌রে।
তোমার জীবন জাগা‌নিয়া বাঁশির সু‌রে
জে‌গে ওঠ‌বে প্রতি‌টি মৃত‌দেহ শতায়ু নি‌য়ে।
সকল আতঙ্ক প‌রিব‌র্তিত হ‌য়ে যা‌বে আগমনী বার্তায়।
আ‌দিগুহার অন্ধকার থে‌কে সবাই বে‌রি‌য়ে আস‌বে
হা‌তে হা‌তে এ‌কেক‌টি গোলাপ নি‌য়ে সবাই‌কে বরণ ক‌রে নি‌তে।

আর আ‌মি কথা দি‌চ্ছি-
সে‌দিন তু‌মি, আ‌মি এবং সবাই মি‌লে
জীবন-মৃত্যুর সব হি‌সেব ভু‌লে,
এককাপ ক‌ফির উষ্ণতা‌কে বিজয়ী ঘোষণা করব।

বিডিনিউজ ট্র্যাকার

সম্পাদনাঃ ডেস্ক

Related Posts

  • মে ৯, ২০২৩
  • 145 views
আমিনুর রহমান নূরের কবিতা – মা

মা আমিনুর রহমান নূর তোমায় মনে পরলে গোও”মা, তাকিয়ে থাকি নীল আকাশে । তুমি নাকি তারার মাঝে, লুকিয়ে আছো দূর আকাশে। মাটির ঘরে…

Read more

  • এপ্রিল ১৪, ২০২৩
  • 211 views
বাংলা নববর্ষের দিনে কাবিল সাদির কবিতা ‘নতুন বছরের চাওয়া পাওয়া’

নতুন বছরের চাওয়া পাওয়া কাবিল সাদি বছরের পর বছর এসে বয়স যাচ্ছে বেড়ে পুরানো নতুন,নতুন-পুরানে হিসেব নিচ্ছি ঝেরে। উঠানের সে ছোট্ট কামিনি আজ…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে ড. ইউনূস সরকার

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে ড. ইউনূস সরকার

সংবাদ সম্মেলন করে ১০ দফা দাবি সাদপন্থিদের

সংবাদ সম্মেলন করে ১০ দফা দাবি সাদপন্থিদের

এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষ, নিহত ১

এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষ, নিহত ১

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলে পাকিস্তানের ইতিহাস

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলে পাকিস্তানের ইতিহাস

বিসিএস তথ্য ক্যাডারের বঞ্চিতদের মানববন্ধন আজ

বিসিএস তথ্য ক্যাডারের বঞ্চিতদের মানববন্ধন আজ

বিকেলে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট

বিকেলে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট